Amito Noi Beiman Song lyrics (আমিতো নই বেঈমান) by Pothik Uzzal
Amito Noi Beiman (আমিতো নই বেঈমান) lyrics is one of the best Bengali Sad song. This Sad Song is sung by Pothik Uzzal. Amito Noi Beiman Song is written by Samran Ahmed Milon.
Amito Noi Beiman Song Lyrics(আমিতো নই বেঈমান) :
পড়াইয়া পিরিতের রশি বানাইয়া জগতের দুষি,
কই রইলা রে সোণার চান....?
পড়াইয়া পিরিতের রশি বানাইয়া জগতের দুষি,
কই রইলা রে সোনার চান....?
মনে চায় যখন আমিও তখন....
করবো না বিন্দু মাত্র অপমান....
আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান,
আমি তো নই রে বন্ধু তর মতো বেঈমান....
সারা জিবন থাকবি পাশে দিয়েছিলি কথা
রাতারাতি ভুইলা গেলি প্রানে দিলি ব্যথা।
সারা জিবন থাকবি পাশে দিয়েছিলি কথা
রাতারাতি ভুইলা গেলি প্রানে দিলি ব্যথা।
কার সঙ নিলি আমায় ছাড়িলি,
কার সঙ নিলি আমায় ছাড়িলি,
কেমনে হইলি এতো ব্যবধান,
আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান,
আমি তো নই রে বন্ধু তর মতো বেঈমান....
Some FAQ of Amito Noi Beiman Song lyrics:
1. Who is the singer of Amito Noi Beiman Song?
Ans: Amito Noi Beiman Song is sung by Pothik Uzzal.
2. Who is the song writer of Amito Noi Beiman Song?
Ans: Samran Ahmed Milon is the song writer of Amito Noi Beiman song.
Comments