Ami Je Jolsha Ghore Bangla Song Lyrics in Bengali

 


Ami Je Jolsha Ghore Bangla Song Lyrics in Bengali

Ami Je Jolsha Ghore is a Bengali Song from Antony Firingee movie
 sung by Manna Dey. The Jolsha Ghore lyrics is written by Gauriprasanna Mazumder.  Anil Bagchi was the Music Director of the song.

We have given Ami Je Jolsha Ghore song lyrics in bengali.


 Song Details:

Song : Ami Je Jalsaghare

Movie: Antony Firingee

Artist: Manna Dey

Lyricist : Gauriprasanna Mazumder

Music Director: Anil Bagchi

Release : 1967

Director : Sunil Banerjee


 Ami Je Jolsha Ghore song lyrics


আমি যে জলসাঘরে

বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে

নিশি ফুরালে কেহ

চায় না আমায় জানি গো আর।
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর।
আমি যে জলসাঘরে


আমি যে আতর ওগো

আতরদানী ভরা।
আমি যে আতর ওগো
আতরদানী ভরা।
আমারই কাজ হলো যে
গন্ধে খুশী করা।
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার।
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার।
আমি যে জলসাঘরে


হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে।
হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে।
বুঝেও তবু বলতে পারি না যে
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার।
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার।
আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে

নিশি ফুরালে কেহ

চায় না আমায় জানি গো আর।
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর।
আমি যে জলসাঘরে

বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে


Comments