Chorom Shasthobidhi Song Lyrics Lyrics (চরম স্বাস্থ্যবিধি) Tasrif Khan

 

Chorom Shasthobidhi Lyrics-Tasrif Khan :



Chorom Shasthobidhi Song Lyrics Lyrics (চরম স্বাস্থ্যবিধি) Tasrif Khan



Chorom Shasthobidhi is a Bengali song sung by Tarif Khan. It is coronavirus Awareness Bengali  Is Sung by Tasrif Khan. Song Lyrics In Bengali Written by Tarik Abedin Emon.

Chorom Shasthobidh- Song's Credit / Details
Song
Chorom Shasthobidh
SingersTasrif Khan 
LyricistTarik Abedin Emon
Music ComposerTanjeeb Khan


Chorom Shasthobidhi Song Lyrics In Bengali :

আজ ঘুরছে চাকা চলছে গাড়ি আগের মতোই সব
আজ হাট বাজারে যেখানেই যাই সেখানে উৎসব,
এই মানুষের ভিড় যায় না ঠেলা দোকান শপিং মলে
আর মাঠে ঘাটে আগের মতোই চায়ের আড্ডা চলে। 

করোনা শুধু ভর করছে ক্যাম্পাসে আর স্কুলে,
তাইতো বুঝি কর্তৃপক্ষ দেয় না এসব খুলে। 
এখন সেশন জট টা ভালোই কাটছে 
একই ক্লাশে পড়ে,
অনলাইনে করছি তো ক্লাশ মস্ত ঘুমের ঘোরে
ফেইসবুক আর গেইম খেলে তাই হচ্ছে সময় পার
বড় হয়ে নেতা হব পড়ার কি দরকার ? 

করোনা আজ পায় লজ্জা লোকাল বাসে উঠে
গাদাগাদি যাত্রী নিয়ে চলছে গাড়ী ছুটে,
রেল স্টেশন আর টার্মিনালে মানুষ পাগলা ঘোরা,
রাস্তাঘাটও আগের মতোই যানজটে থাকে ভরা। 

আজ সারা দেশে মানছে সবাই চরম স্বাস্থ্যবিধি
এই লকডাউনে হরহামেসাই চলছে বিয়ে সাদী,
আজ মিটিং মিছিল চলছে নাকি স্বাস্থবিধি মেনে
এই রং তামাশার শেষটা কোথায় কে বা ভালো জানে। 

করোনা শুধু ভর করছে ক্যাম্পাসে আর স্কুলে,
তাইতো বুঝি কর্তৃপক্ষ দেয় না এসব খুলে। 
এখন সেশন জট টা ভালোই কাটছে 
একই ক্লাশে পড়ে,
অনলাইনে করছি তো ক্লাশ মস্ত ঘুমের ঘোরে
ফেইসবুক আর গেইম খেলে তাই হচ্ছে সময় পার
বড় হয়ে নেতা হব পড়ার কি দরকার। 

Comments