Na Bola Golpera (না বলা গল্পেরা) Lyrics - Rupam Islam
Na Bola Golpera Lyrics by Rupam Islam :
Na Bola Golpera Song is sung by Rupam Islam Song Mixing, Mastering And Backing Vocals by Prasenjit 'Pom' Chakrabutty.
Na Bola Golpera- Song's Credit / Details | |
Song | Na Bola Golpera |
Singers | Rupam Islam |
Lyricist | Rupam Islam |
Music Composer | Antaroop Chakraborty |
Na Bola Golpera Song Lyrics In Bengali :
আজও না বলা গল্পেরা
আর দৃঢ় সংকল্পেরা,
বাড়ি ফেরবার পথে থামে
কোনও অজানা বাঁকে,
কোনও ছোট সিগারেট ব্রেকে
বা কোনও সিলি মিসটেকে,
কোনও স্মৃতি তাকে ডেকে নেয়
তার হাতে হাত রাখে।
কোনও শুটিং-এর অবকাশে
বা কোনও রিলিজের উল্লাসে,
কত শত ক্যামেরার ফ্ল্যাশে
চোখ ধাঁধায়,
কত অটোগ্রাফের খাতা
কত বাঁধভাঙা জনতা,
তবু আজও সে বন্দী একা তার
মিথ্যে রূপকথায়।
কোনও বিলাসী গাড়ির কাঁচে
আজও তার মুখ রাখা আছে,
তার কান্না কি ঢাকা আছে
কোনও দামি কালো চশমায়,
পাঁজরে অপমানের ক্ষয়
বেজোড় ভালবাসার ভয়,
গাঢ় হয়ে আসে দুঃসময়
চোখ চেয়ে থাকে ঠায়।
দম চেপে ধরে কান্না তার
নাগপাশে ঝোলে অন্ধকার,
হয়তো এভাবে ছুটি পাওয়ার
ছক কষে অভিনয়,
কাটাছেঁড়া চলে মন নিয়ে
যৌবন ও জীবন নিয়ে,
ফাঁশের দাগ-ধরন নিয়ে
এভাবেও কি যেতে হয়
এভাবেও কি যেতে হয়।
ও.. দম চেপে ধরে কান্না তার
নাগপাশে ঝোলে অন্ধকার,
হয়তো এভাবে ছুটি পাওয়ার
ছক কষে অভিনয়,
কাটাছেড়া চলে মন নিয়ে
যৌবন ও জীবন নিয়ে,
ফাঁশের দাগ-ধরন নিয়ে
হ্যাঁ। এভাবেই যেতে হয়।
Comments