Tomar Priyo Ritu Barsha Tai Lyrics


Tomar Priyo Ritu Barsha Tai





 Tomar Priyo Ritu Barsha Tai Lyrics  (তোমার প্রিয় ঋতু বর্ষা তাই) :


Tomar Priyo Ritu Barsha Tai Song Is Sung by Upal Sengupta And Nilanjan. Rainy Day Special Bengali Song Lyrics Written by Nilanjan. Song Recording and Audio Mixing by Tito.

Tomar Priyo Ritu Barsha Tai- Song's Credit / Details
Song
 Tomar Priyo Ritu Barsha Tai
SingersSengupta And Nilanjan
Lyricist Nilanjan
Music Composer Rajat, Bappa, Sibu, 


 Tomar Priyo Ritu Barsha Tai Lyrics  (তোমার প্রিয় ঋতু বর্ষা তাই) :


তোমার প্রিয় ঋতু বর্ষা তাই

সারা বছর ধরে মেঘ জমাই,

যদিও ইচ্ছেরা সাদাসিধে

সারা বছর থাক না রেইনি ডে। 


সারা বছর ধরে বৃষ্টি হোক

শুধু না ভেজে যেন তোমার চোখ,

শ্রাবণে ভরে থাক ফাগুনটাই

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। 


উঠোনে জল থাকে ছলাৎ ছল ঘাসে ঘাসে

দিক নুড়িপাথর ডুব সারা বছর আশেপাশে,

উঠোনে জল থাকে ছলাৎ ছল ঘাসে ঘাসে

দিক নুড়িপাথর ডুব সারা বছর আশেপাশে। 

আমিও রঙিন কাগজের নৌকো বানাই

আসলে সব চিঠি বোঝোনা লক্ষ্মীটি, কাকে পাঠাই। 


তোমার প্রিয় ঋতু বর্ষা তাই

পুরনো ভেঙ্গে যাওয়া ছাতা সারাই,

তোমার হাসি ফোটা রোদ্দুরে

মেঘ সফর হোক ঘুরে ঘুরে। 


ভিজুক অলিগলি রাজ সড়ক

শুধু না ভেজে যেন তোমার চোখ,

আমিও ঝিরিঝিরি গান শোনাই

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই,

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই,

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই,

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। 


Tomar Priyo Ritu Barsha Tai PDF Download

Comments