Amar Bhindeshi Tara Bengali song Lyrics
Amar Bhindeshi Tara is a Bengali song from Antaheen (2009) movie. This song is written by Chandril Bhattacharya and this song is sung by Anindya Chatterjee. We have given Amar Bhindeshi Tara Bengali lyrics below:
Song's Credit / Details | |
Song | Amar Vindeshi Tara |
Singers | Anindya Chatterjee |
Lyricist | Chandril Bhattacharya |
Album Name | Antaheen (2009) |
Amar Bhindeshi Tara Lyrics :
আমার ভিনদেশী তারা
একা রাতেরি আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি (x2)
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো (x2)
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি (x2)
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী... (x2)
Comments