Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics In Bengali

                                                

Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics



        


Ami Ki Tomay Khub Birokto Korchi is bengali song Lyrics  from Tollywood Movie Drishtikone. It is a Bengali Song sung by  music singer Paloma Majumder. Ami Ki Tomay Khub Birokto Korchi song lyrics are written by  singer, lyricist, composer and playback singer Anupam Roy and music composed by Anupam Roy himself.



Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics 


                                                   আমি কি তোমায় খুব বিরক্ত করছি,

বলে দিতে পারো তা আমায়;
হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেন লেগে থাকি একটা কোণায়।

আমি কি তোমায় খুব বিরক্ত করছি,
বলে দিতে পারো তা আমায়;
হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেন লেগে থাকি একটা কোণায়।

তুমি বলে দিতে পারো তা আমায়,
চিঠি লিখবো না ঐ ঠিকানায়;
আমারও তো মন ভাঙে চোখে জল আসে,
আর অভিমান আমারও তো হয়
অভিমান আমারও তো হয়।

যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি এই খুলে রাখা কানের দুল;
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে,
সম্মতি দাও আমি যাই ছেড়ে।

এতকথা বলি পাখি হয়ে উড়ে যায় সব,
তোমাকে ছুঁতে পারে না;
এতবার আসা যাওয়া একি পথ দিয়ে,
কই তোমার তো চােখে পড়েনা।

এতকথা বলি পাখি হয়ে উড়ে যায় সব,
তোমাকে ছুঁতে পারে না;
এতবার আসা যাওয়া একি পথ দিয়ে,
কই তোমার তো চােখে পড়েনা।

তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই
আমারও তো মনে হয়
মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগ টা পাচ্ছি কই
আমি সুযোগ টা পাচ্ছি কই

যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি এই খুলে রাখা কানের দুল;
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে,
সম্মতি দাও আমি যাই ছেড়ে।

আমি কি তোমায় খুব বিরক্ত করছি।।

Comments