Bhalo Achi Bhalo Theko Lyrics by Somlata

 

Bhalo Achi Bhalo Theko Rock version Song is Sung by Somlata Acharyya Chowdhury. Bhalo Achi Bhalo Theko song is written by Written by Rudra Mohammad Shahidullah. We have given the lyrics below :


Bhalo Achi Bhalo Theko Song Lyrics In Bengali :

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় চলা,
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার গভীর ছোঁয়া,
তেমনি তোমার গভীর ছোঁয়া,
ভিতরের নীল বন্দরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি,
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

Comments