Jontrona Lyrics | Mohon Sharif | Nodorai
Jontrona Song Is Sung by Mohon Sharif from Nodorai Bengali Movie. Starring: Sunerah Binte Kamal And Sariful Razz. Music Composed by Taneem Rahman Angshu And Jantrana Lyrics In Bengali Written by Mohon Sharif.
Jontrona Song Lyrics In Bengali :
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে,
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে,
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন যন্ত্রণার অন্ত নেই।
মন থেকে কী করে
ভুলে যাব তোমার এ ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে,
যন্ত্রণার অন্ত নেই,
যন্ত্রণার অন্ত নেই..
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি,
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি,
কেন তোমার কথা এখনও কানে বাজে?
না বলা কথা গুলো রয়ে গেলো ..
অসমাপ্ত।..
মন থেকে কী করে
ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে,
যন্ত্রণার অন্ত নেই,
যন্ত্রণার অন্ত নেই ....
Comments