Neel Pakhi Song Lyrics In Bengali | Neel Pakhi

 

Neel Pakhi is a bengali song lyrics



  Neel Pakhi is a bengali song. This song is sung by Koushik Chakrabort , its music is composed by  Prithibi Band& lyrics are written by Koushik Chakrabort.

In this post we have given the lyrics of this song in pdf. You can download.

Read More:Amito Noi Beiman Song lyrics

 
Enjoy the popular song  Neel Pakhi Song Lyrics , Sung and written by Sid
Koushik Chakrabort.

  

 Neel Pakhi  - Song's Credit / Details
Song Neel Pakhi
Singers
Koushik Chakrabort
Lyricist Koushik Chakraborty
Music Composer Koushik Chakraborty
Director Prithibi Band
Music Label  Prithibi Productions
Video Edit & CCAniruddha Mondal

Download Lyrics 

 Neel Pakhi Song Lyrics In Bengali :

 
কখন এলে তুমি, কখন চলে গেলে
না বলা কথা গুলো রেখে গেলে,
সারাদিন একসাথে হাঁটা হলো ফাঁকি
মনে হয় এখনো কতো গল্প বাকি।
আধভেজা চোখ আজও ঘুমোবে না জানি
শোনে না বারণ কারন তুমিও ভোলোনি,
শেষ দেখা তবু এ দেখা শেষ যেন হয় না
প্রথম দিনের লুকোচুরি আজ
পড়ে পাওয়া চোদ্দো আনা।

নীল রঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে
এসেছো তুমি কাঁদাতে আমায়,
ফেলে আসা বৃষ্টিতে, দু-চোখের দৃষ্টিতে
ফিরে যাও।

সেই প্রথম দলছুটে একা
অজুহাত তুমি, তোমার চোখের ইশারা,
ধরেছিলে দু'হাত কোন সর্বনাশের খেলায়
কেঁপেছিল শরীর ভেজা ঠোঁটের উষ্ণতায়।

এক ঝড় এসে কেড়ে নিলো
আমার গানের সুর,
চোখ মেলে চেয়ে দেখি
তুমি তেরো নদী সাত সমুদ্দুর
পেরিয়ে গেছোহারিয়ে আমায়
কোন সুখের ঠিকানায়
ভালো থেকো, সুখে থেকো
আমি আর কাঁদবো না,
আর ডাকবো না
একবার হাত ধরে তুমি বলোনা ও..
শেষবার তুমি আমার এটুকু সান্ত্বনা ও..
একবার হাত ধরে তুমি বলোনা ও..
শেষবার তুমি আমার এটুকু সান্ত্বনা।

নীল রঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে
এসেছো তুমি কাঁদাতে আমায়,
ফেলে আসা বৃষ্টিতে, দু-চোখের দৃষ্টিতে
ফিরে যাও উড়ে যাও
অন্য নীড়ে, বন্য ভিড়ে উড়ে যাও
বাধন ছিঁড়ে অন্য নীড়ে উড়ে যাও ..

নীল রঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে
এসেছো তুমি কাঁদাতে আমায়,
ফেলে আসা বৃষ্টিতে, দু-চোখের দৃষ্টিতে
ফিরে যাও.. উড়ে যাও।

Comments